সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমতে ভালোই
আছি। আজকাল আধুনিক যুগে প্রতেকেরই একটা না একটা পার্সোনাল ব্লগ থাকে। আবার এমন
অনেকেই আছেন যারা ব্লগ দিয়ে মোটা অংকের টাকা ইনকাম করতেছেন। যার যার ব্লগ আছে তারা
প্রায় সময় এই একটি মাত্র সমস্যায় পড়ে থাকি, আর সেটা হল ভাল ব্লগ আছে কিন্তু ভিজিটর
নেই। আমরা অনেকেই অনেক সুন্দর করে ডিজাইন করে একটা ব্লগ বানিয়ে রেখেছি। কিন্তু
পর্যাপ্ত পরিমান ট্রাফিক নেই বলে তেমন কোন কাজে লাগে না। আমাদের অনেক ক্ষেত্রে
দরকার হয় প্রচুর পরিমান ভিজিটর ব্লগে শো করা। কিন্তু হঠাৎ করে এতো ভিজিটর দেখানো
সম্ভব না। যদি আপনি SEO না জানেন। আর জানলেও লং প্রসেস।
আর তাই আমি আপনাদের কে আজকে দেখাবো কিভাবে ফ্রী ট্রাফিক আপনার ব্লগে আনা যায়। আর
আমি যে প্রদ্ধতি আপনাকে দেখাবো, এই রকম অনেক প্রদ্ধতি অনলাইনে পাওয়া যায়। তবে আমার
টা একটু ভিন্ন ধরণের। কারন আমার এই পদ্ধতিতে বেশির ভাগ US এর ভিজিটর আসে। আর US এর ভিজিটরের যে
কি পরিমান মূল্য সেটা সকলেই জানে, নতুন করে বলার আর প্রয়োজন নেই।
নিচে আমার ব্লগের ভিজিটর দেখুন
যাইহোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন কাজের কথায় আসি, প্রথমে আপনাকে এখানেক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশান করে নিতে হবে। এরপর আপনি আপনার ইমেইল এবং পাস দিয়ে লগ ইন করুন (যদি ইমেইল এ কনফার্ম করতে বলে
তাহলে আগে কনফার্ম করে নিবেন)। তারপর লগ ইন করার পর উপরের অপশন থেকে My Website এ ক্লিক করে Submit website into the traffic Exchange এ ক্লিক করবেন।
তারপর আপনি যে ব্লগ সাইটে অথবা ওয়েবসাইটে
ভিজিটর নিতে চান সেই ব্লগের লিঙ্ক টা Website Address এ পেস্ট করে দিন। তারপর কত সেকেন্ড করে আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর থাকবে
সেটা সেট করে দিন। এরপর Submit for review তে ক্লিক
করবেন, ব্যাস আপনার ব্লগ সাইট সেট করার কাজ শেষ (আগেই বলে রাখি আমরা যে পদ্ধতিটা
ব্যবহার করতেছি সেটা পুরোপুরি ফ্রি তাই আপনি একসাথে ৩ টা ব্লগে ট্রাফিক পাঠাতে
পারবেন)।
এখন শুধু ট্রাফিক সেন্ড করার পালা। তো আপনাকে আবারও উপরের অপশন থেকে Traffic Exchange এ ক্লিক করতে হবে। তারপর উপরের দিকে হাতের বামপাশে দেখবেন
ডাউনলোড করার মত একটা অপশন আছে, সেখানে ক্লিক করে ২৬ মেগাবাইটের সফটওয়্যার টা
ডাউনলোড করে নিন।
এই সফটওয়্যার ডাউনলোড করা ছাড়া ও আপনি কাজ করতে পারবেন তবে এই
সফটওয়্যার দিয়ে কাজ করতে অনেক সুবিধা। আপনি ডাউনলোড করার পর সফটওয়্যার টা সেটআপ
দিন। এখন সফটওয়্যার টা ওপেন করুন এবং আপনার ইউজার নেম ও পাস দিয়ে লগ ইন করুন।
এখন
আবার traffic
exchange এ ক্লিক করে নিচে state এর নিচে Start এ ক্লিক করে
সফটওয়্যার টা মিনিমাইজ করে রাখেন। ব্যাস আপনার ওয়েবসাইটে ভিজিটর অটোমেটিক সেন্ড
হতে থাকবে।
ঘন্টা খানিক পর আপনার ওয়েব সাইটে কত জন ভিজিটর গিয়েছে সেটা দেখতে My Website এ ক্লিক করে Hits এ দেখুন। নিচের মত করে।
এই ভিডিও টা দেখে পুরোপুরি শিখতে পারবেন।
Join now to click this banner

আপনি ইচ্ছে করলে fiverr এর মত মার্কেটপ্লেস থেকে ট্রাফিক সেল
দিয়ে অনেক টাকা ও ইনকাম করতে পারবেন। তবে আমি আগেই বলে রাখি আমি এখনও fiverr চেস্টা করে দেখি নাই। তাই আপনি আপনার নিজের রিস্কে চেস্টা করুন টাকা ইনকাম করার
জন্য।
যদি আমার এই পোষ্ট টা আপনাদের বিন্দু পরিমান উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন প্লিজ। বিশেষ করে ফেসবুকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যদি আপনার কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
No comments:
Post a Comment