প্রথমে আমি আপনাদের কে এই কাজের বিষয়ে কিছু বলে নেই। অ্যামাজন wish list এই কাজ টি খুব ই সহজ। যা আপনি একবার দেখলেই পারবেন। তো আর
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
অ্যামাজন Wish list এর কাজ করতে হলে প্রথমে আপনাকে Amazon.com এই সাইটে যেতে হবে। তারপর Your Account থেকে সাইন ইন এর নিচে New customer? Start here এ ক্লিক করুন।
এরপর আপনাকে যেকোনো একটা নাম ও ইমেইল দিতে হবে ইমেইল এর ঘরে(note: আপনার যদি ঐ নামে ইমেইল খোলা না থাকে তারপর ও কোন সমস্যা
নেই। আবার নতুন করে ইমেইল খুলে অ্যামাজন এ সাইন আপ করতে হবে না। আপনি শুধু ইমেইল
এর ফরমেট টা ঠিক রাখবেন। যেমনঃ asrdsr@yahoo.com)
এখন আপনি আপনার ইচ্ছে মত ফোন নাম্বার দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিয়ে Create account এ ক্লিক করবেন। ব্যাস সাইন আপ এর কাজ কমপ্লিট।
এখন বায়ার আপনাকে যে লিঙ্ক দিবে সেই লিঙ্ক টা কপি করে পেস্ট করবেন আপনার
ব্রাউজার এর এড্রেস বারে। এখন দেখবেন আপনার সামনে একটা যেকোনো প্রোডাক্ট শো করছে।
ধরুন আপনাকে বায়ার এই লিঙ্ক এ যেয়ে Add to wish list করতে বলল। এখন আপনি হাতের ডান পাশে
দেখেন Add
to Wish List অপশন, সেখানে ক্লিক করুন এবং আরেক টা
অপশন আসবে আবার সেখান থেকে Create a Wish List এ ক্লিক
করুন। এখন আবার View Wish List এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ এখন আপনাকে ব্রাউজার
এর লিঙ্ক তা কপি করে একটা টেক্সট ফাইলে রাখতে হবে।
এই ভাবে একটা করে নতুন অ্যামাজন অ্যাকাউন্ট খুলবেন আর বায়ারের দেওয়া
প্রোডাক্টকে add to wish list এ যোগ করে তার লিঙ্ক টা বায়ার কে দিবেন।
এই কাজ টির ভিডিও দেখুন নিচে
এই কাজ টির ভিডিও দেখুন নিচে
কাজটি
কোথায় পাবেনঃ এই কাজ টি আপনি Odesk এর মত বড় বড় মার্কেট প্লেস এ পাবেন। তবে আমার মতে অ্যামাজন Wish List এর কাজ টা Fiverr এ আপনি বেশি পাবেন
এবং রেট ও ভালো পাবেন অন্যান্য মার্কেটপ্লেস এর চেয়ে। এই লিঙ্ক থেকে দেখে দেখে
আপনি ধারনা নিতে পারবেন এই কাজ তা কিভাবে fiverr এ করতে হবে।
আপনি কি পিটিসি সাইটে কাজ করতে চান তাহলে এই লিঙ্ক এ ক্লিক করুন।
আপনি কি পিটিসি সাইটে কাজ করতে চান তাহলে এই লিঙ্ক এ ক্লিক করুন।
No comments:
Post a Comment